রাজনীতি থেকে নিষিদ্ধ হতে পারেন ইংলাক
দুর্নীতির অভিযোগে থাই্ল্যান্ডের একটি আদালতে হাজিরা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। চালের ভর্তুকি নিয়ে দুর্নীতির করা একটি মামলায় শুক্রবার আদালতে হাজির হন তিনি।
অভিশংসনের অভিযোগে আদালতে মামলার শুনানিও চলছে। অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন ইংলাক। এটি দেশের রাজনৈতিক বিভক্তি আরো বাড়িয়ে দিতে পারে বলে আশংকা করা হচ্ছে।
আদালতে ইংলাক বলেন, “আমি সততা ও আইনের মাধ্যমে দেশ চালিয়েছি।” তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগও নাকচ করে দেন তিনি।
জাতীয় অধিবেশন সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, “গরিবদের সহায়তা করতেই এ প্রকল্প চালু করা হয়েছিল। ১৮ লাখ মানুষের দারিদ্র দূর করতে এ প্রকল্প নেয়া হয়েছিল।”
তিনি বলেন, “আমাকে জোর করে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হয়েছিল। আমাকে সরিয়ে দেয়ার কোনো যুক্তি ছিল না।”