ফাঁদে ফেলতে জলমানব ফেলপসকে অভিনব প্রস্তাব !

Filipতাকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা সাঁতারু বললে মোটেই বাড়িয়ে বলা হবে না। ১১ টি স্বর্ণ জয়ের কৃতিত্ব রয়েছে মাইকেল ফেলপসের। অলিম্পিক থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, যেখানেই অংশ নিয়েছেন, সেখানেই সোনা ফলিয়েছেন তিনি। এ হেন খেলোয়াড়কে কি না দেখা যাবে এ ধরনের ফিল্মে!
আশ্চর্য লাগলেও এমনটাই ঘটতে চলেছে। রূপান্তরকামী টেলর শ্যান্ডলারের সঙ্গে মাইকেলের অনেক দিনের সম্পর্ক ছিল। তবে দু’জনেই এ নিয়ে মুখ খুলতে পছন্দ করতেন না। তবে যখন ঘটনাটি প্রকাশ্যে এলো, তখন স্বভাবতই ফেলপস  পিছিয়ে যান। আর এর পরেই ভাঙন ধরে তাদের সম্পর্কে।
আর এর পরেই চটে যান টেলর। ফেসবুক থেকে টুইটার, সব জায়গায় খোলাখুলি নিজেদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করা শুরু করেন তিনি। এমন কি তাদের জৈবিক জীবনও সামাজিক মিডিয়ায় বেশ রগরগে অবস্থানে চলে আসে।
তখন এখানেই ঝোপ বুঝে কোপ মারে ভিভিড এন্টারটেনমেন্ট। অভিনয় করার জন্য টেলরকে বড় অঙ্কের টাকার প্রস্তাব দেন তারা। রাজিও হয়ে যান টেলর। তবে মাইকেল ফেলপস যে রাজি হবেন না, সেটা তারা ভালোই জানতেন।
ফলে তার মতোই দেখতে টাই রডরিক নামে এক অভিনেতা জোগাড় হল ফেলপসের ভূমিকায় অভিনয় করার জন্য। এ ছবি নিয়ে ইতিমধ্যেই বেশ শোরগোল রয়েছে। আগামী ১২ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। ছবির নাম রাখা হয়েছে ‘গেয়িং ফর দ্য গোল্ড’।
২০০৪ সালের অলিম্পিকে ৮টি (৬টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ) ও ২০০৮ সালের অলিম্পিকে ৫টি (সবগুলি স্বর্ণ) জিতে নেন তিনি। এর ফলে তিনি সর্বোচ্চ সংখ্যক অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ক্রীড়াবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button