ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি
আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার সকাল সোয়া ১১টার দিকে মুনাজাত শুরু হয়। শেষ হয় পৌনে ১২টার দিকে। তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি ভারতের হযরত মাওলানা মুহাম্মদ সা’দ মুনাজাত পরিচালনা করেন।
মুনাজাতে অংশ নিতে ভোর থেকেই শীত উপেক্ষা করে টঙ্গীর ইজতেমা অভিমুখে যাত্রা শুরু করে ধর্মপ্রাণ মানুষ। টঙ্গীর পথে শনিবার মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটর গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মুনাজাতে অংশ নিতে চার দিক থেকে মানুষ পায়ে হেঁটেই ইজতেমাস্থলে পৌঁছেন। সকাল সাড়ে ৮টার দিকেই ইজতেমা মাঠে স্থান না পেয়ের মাঠের আশে-পাশের রাস্তা, অলি-গলিতে অবস্থান নেন ধর্মপ্রাণ মানুষ। ইজতেমাস্থলে পোঁছাতে না পেরে কয়েক লাখ মানুষ কামাড়পাড়া সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রোববার ভোর থেকেই ফজরের নামাজ ও আখেরি মোনাজাতের জন্য পুরানা খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন সিট বিছিয়ে বসে পড়েন। এছাড়াও পাশ্ববর্তী বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাঁদে, যানবাহনের ছাঁদে ও তুরাগ নদীতে নৌকায় অবস্থান নেন। নানা বয়সী ও পেশার মানুষ এমনকি নারীরাও মুনাজাতে অংশ নিতে সকালেই টঙ্গী এলাকায় পৌঁছেন।
বাদ ফজর ভারতের মাওলানা সাদ উর্দুতে বয়ান শুরু করেন। তার বয়ান অনুবাদ করেন বাংলাদেশী মাওলানা ওয়াসিফুল ইসলাম।