বেশকিছু ফরাসিকে বাঁচালেন এক মুসলিম তরুণ
প্যারিসে এক ইহুদি রেস্তোরাঁয় সুপার মার্কেটের হামলার সময় এক মুসলিম কর্মচারীর সাহসিকতায় বেশ কয়েকজনের প্রাণ বেঁচেছে। ফরাসিরা তার প্রশংসায় পঞ্চমুখ, তারা তাকে পুরস্কার দেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানাচ্ছে।
শুক্রবার প্যারিসের ওই হামলায় চারজন নিহত হয়। হামলায় সময় দোকানটির কর্মচারী লেসানা বাথিলি ভূগর্ভস্থ একটি কক্ষে বেশ কয়েকজন ক্রেতাকে ঢুকিয়ে তাদের রক্ষা করেন। ২৪ বছর বয়স্ক বাথিলি মালি থেকে আসা মুসলমান।
বাথিলি ফরাসি মিডিয়াকে বলেন, ‘আমি ভূগর্ভস্থ ফ্রিজারে নেমে দরজাটা খুলে দিলাম, তাতে বেশ কয়েকজন ঢুকে গেল। আমি বাতি আর ফ্রিজার বন্ধ করে দিলাম।’
তিনি আরো বলেন, আমি তাদেরকে ভেতরে নিয়ে গিয়ে শান্ত থাকতে বললাম, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা সেখান হতে বের হয়ে আমাকে ধন্যবাদ জানায়।’
তবে তিনি কতজনকে বাঁচিয়েছেন, তা এখনো অজানা।
পুলিশ অভিযান শেষ করে ভেতরে ঢুকে তাকেও সন্ত্রাসী মনে করে আটক করেছিল। তারা তাকে দেড় ঘণ্টা হ্যান্ডকাফ পরিয়ে রাখে। পরে পুলিশ তার পরিচয় নিশ্চিত হলে, তাকে ছেড়ে দেয়। ঘটনার পর সোস্যাল মিডিয়ায় বাথিলির সাহসিতকার জন্য ব্যাপক প্রশংসা করা হয়।