ব্রিটিশ পার্লামেন্ট থেকে ৯০ হাজার পাউন্ড মূল্যমানের দ্রব্যাদি চুরি
আধুনিক গণতন্ত্রের সূতিকাগার আর মানবাধিকারের রক্ষাকবচ ব্রিটেনের হাউস অব পার্লামেন্টের স্টোর রুম ও অন্যান্য রুম থেকে ৯০ হাজার পাউন্ড মূল্যমানের আসবাবপত্র চুরি হয়েছে।
শুক্রবার চুরির ঘটনাটি সম্পর্কে তথ্য বিবরণীতে তা প্রকাশিত হয়েছে। তবে ২০১০ সালে চুরি যাওয়া ও বর্তমানে এ চুরির হার আরো দ্বিগুণ হবে সন্দেহের অবকাশ রয়েই গেলো।
ব্রিটেনের পার্লামেন্টে স্নাইপার পুলিশ, আর্মড গার্ড, এমনকি পার্লামেন্ট হাউসের কোথাও ঢুকতে গেলে নানা ইলেক্ট্রনিক যন্ত্রপাতি এমনকি বডি চেকের মাধ্যমে ভিতরে ঢুকতে হয়। এতো নিরাপত্তা বেষ্টনী বেধ করে কেমন করে বিভিন্ন মূল্যবান দ্রব্যাদি ব্রিটেনের পার্লামেন্ট থেকে চুরি হলো সেটাই বিস্ময়কর।
এদিকে চুরি যাওয়া মধ্যে রয়েছে- ল্যাপটপ, আইপ্যাড, মোবাইল, ক্যাশ ওয়ালেটসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসসমূহ যা এমপিদের ব্যবহারিক জিনিসপত্র।
ক্যাশ ওয়ালেটের মধ্যে রয়েছে ৯০০ ক্যাশ, ৪৫০ পাউন্ড মূল্যের ছুরি, ১৭০০ পাউন্ডের রোলেক্স হাত ঘড়ি ইত্যাদি।
আজকাল পার্লামেন্টে পুলিশের ডগ স্কোয়াডও নিরাপত্তায় নিয়োজিত। অথচ এরই ফাঁক দিয়ে এমপি এবং স্টাফদের ব্যক্তিগত জিনিসসমূহ চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছে।