এয়ার এশিয়ার ব্ল্যাক বক্স ডাটা রেকর্ডার উদ্ধার
ইন্দোনেশিয়ার ডুবুরিরা বিধ্বস্ত হওয়া এয়ার এশিয়া বিমানের ফ্লাইট ডাটা রেকর্ডারটি উদ্ধার করেছে। সোমবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
কর্মকর্তারা বলছেন, তারা বিমানটির ককপিট ভয়েস রেকর্ডারও খুঁজে পেয়েছে, যদিও সেটি এখনো সাগরের তলা থেকে তোলা সম্ভব হয়নি।
ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডারকে একসঙ্গে ‘ব্ল্যাক বক্স’ বলা হয়।
গত ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সারাবায়া থেকে ১৬২ জন যাত্রী নিয়ে এয়ার এশিয়ার সিঙ্গাপুরগামী বিমানটি নিখোঁজ হয়।
বিমানটিকে শেষ পর্যন্ত জাভা সাগরে খুঁজে পাওয়া গেলেও এর ধ্বংসাবশেষ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকর্মীরা বেশ কিছু যাত্রীর মরদেহ উদ্ধার করেছেন।
তবে তারা মনে করছেন বেশিরভাগ যাত্রীর দেহাবশেষ এখনো বিমানের ফিউজেলাজে আটকা পড়ে আছে।