রামাদ্বানে মারিয়াম সেন্টারের জন্য ৪৭১ হাজার পাউন্ড সংগ্রহ

ELCচ্যানেল এস-এ লাইভ ফান্ডরেইজিং অ্যাপিল, প্রতি শুক্রবারের নিয়মিত কালেকশন ও ২৭ রামাদ্বান রাতের বিশেষ অ্যাপিল-সব মিলিয়ে এবারের রামাদ্বানে মারিয়াম সেন্টারের জন্য ফান্ডরেইজ হয়েছে ৪শ ৭১ হাজার পাউন্ড। কমিউনিটির মানুষের এই দানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইস্ট লন্ডন মসজিদ ম্যানেজমেন্ট কমিটির নেতৃবৃন্দ। গত ৫ রামাদ্বান মারিয়াম সেন্টার খুলে দেয়ার পর এখান থেকে হাজার হাজার মানুষ উপকৃত হচ্চেছন। এই মসজিদে এখন ৮ হাজারেরও বেশী মানুষ এক সাথে নামাজ আদায় করতে পারছেন। বিশেষ করে মহিলাদের জন্য রয়েছে বহুমুখী সুযোগ-সুবিধা।  এক বিবৃতিতে ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের চেয়ার ড. মুহাম্মদ আবদুল বারী বলেছেন, কমিউনিটির মানুষের কাছ থেকে ক্বরজে হাসানা সংগ্রহের মাধ্যমে এই ভবণের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। তাই এখনও সকলের সাহায্য-সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, কমিউনিটির মানুষ আগের মতোই সাহায্য প্রদান অব্যাহত রেখে ক্বরজে হাসানা পরিশোধে এগিয়ে আসবেন বলে আমরা আশাবাদী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button