ইসলাম নিয়ে মারডকের মন্তব্যের সমালোচনায় রাউলিং
প্যারিস হামলায় শান্তিপ্রিয় মুসলমানদের দায়দায়িত্ব নিতে হবে বলে রুপার্ট মারডকের করা এই বিতর্কিত মন্তব্যের নিন্দা জানিয়েছেন বিখ্যাত হ্যারি পটার লেখক জে কে রাউলিং।
প্যারিসে সন্ত্রাসী হামলার তিন দিন পরে ব্যাপকভাবে বিতর্কিত রুপার্ট মারডক তার টুইটার অ্যাকাউন্টে লিখেন, ‘জিহাদি ক্যান্সার পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত সন্ত্রাসীদের কর্মকান্ডের জন্য মুসলিমদের, এমনকি শান্তিপ্রিয় মুসলিমদেরও এর দায়দায়িত্ব নিতে হবে।’ তার এই মন্তব্যে মুসলিমদের মধ্য ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। রাউলিং গত রোববার তার টুইটারে মারডকের এ মন্তব্যের প্রতিবাদে লিখেন, ‘আমি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছি। যদি আমার কর্মের দায় রুপার্ট মারডক নেয়, তাহলে আমি স্বয়ংভাবে খ্রিস্ট ধর্ম হতে বহিষ্কৃত হবো।’
দি নিউজ করপসের নির্বাহী প্রধান মারডক গত শনিবার সকালে তার টুইটারে লিখেছেন, ‘হতে পারে অধিকাংশ মুসলমান শান্তিপ্রিয় কিন্তু তারা সনাক্ত না হওয়া পর্যন্ত এবং তাদের ক্রমবর্ধমান জিহাদি ক্যান্সার ধ্বংস না হওয়া পর্যন্ত এর দায়ভার তাদের নিতে হবে।’
ইহুদি সুপারমার্কেট এবং প্রিন্টিং গুদামে ফরাসি পুলিশ কর্তৃক তিন ইসলামী জিম্মিকারীকে হত্যা করার তিন ঘণ্টা পর তিনি এ মন্তব্য করেন। মাডরকের করা টুইটের জবাবে ৪ হাজারেরও বেশি রিটুইট হয়েছে এবং এতে তার ব্যাপক সমালোচনা করা হয়েছে। মাডরক আরো বলেন, ‘বড় জিহাদির ঝুঁকি ফিলিপাইন থেকে আফ্রিকা, যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ সবত্রই সবার মনে ভীতির সঞ্চার করছে।
জবাবে হ্যারি পটার লেখক রাউলিং টেলিভিশনে খ্রিস্ট ধর্মপ্রচারক আমেরিকান জিম বক্কারের নাম উল্লেখ করে তিনি ব্যঙ্গাত্বক ভাষায় স্প্যানিশ ইনকুইজিশনের এবং জিম বক্কারের নৃশংসতার জন্য মারডককে এর দায়িত্ব নিতে প্রস্তাব দেন।
জিম বক্কার একজন খ্রিস্টান। তিনি ছিলেন আমেরিকার ধর্মমন্ত্রী। যৌন কেলেঙ্কারি পর তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে তাকে কারাবাস করতে হয় এবং এ কারণে তার বিবাহবিচ্ছেদও ঘটে। পরে তিনি আবার বিবাহ করেন এবং টেলিভিশনে খ্রিস্ট ধর্মপ্রচার করার কাজে ফিরে আসেন।
এছাড়াও রাউলিং লেসানা বাথিলির সাহস এবং দয়াশীল কর্মের জন্য প্রশংসা করেন। লেসানা বাথিলি কুশার সুপার মার্কেটের একজন মুসলিম কর্মচারী। প্যারিসে এক ইহুদি সুপার মার্কেটের রেস্তোরাঁয় হামলার সময় তার সাহসিকতায় বেশ কয়েকজন প্রাণে বেঁচে যায়। বাথিলির এই সাহসী কর্মে রাউলিং লিখেছেন, ‘মানবতা কি তা তিনি আমাদের স্বরণ করিয়ে দিলেন।’