তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আইনজীবী ড. তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে করা মামলায় মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিন এই গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
গত ৯ ডিসেম্বর তুহিন মালিকের বিরুদ্ধে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক উপসম্পাদক গোলাম রব্বানী মামলাটি করেন।
মামলার পরিপ্রেক্ষিতে তুহিন মালিককে আজ আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে আদেশটি কার্যকর করতে শাহবাগ থানাকে নির্দেশ দেয়া হয়েছে।
মামলা সূত্রানুযায়ী, ৩০ নভেম্বর লন্ডনের একটি সেমিনারে সংবিধান, বঙ্গবন্ধু সম্পর্কে মানহানিকর বক্তব্য দিয়েছিলেন তুহিন মালিক।