টাওয়ার হ্যামলেটসে আবারও মার্চ করার ঘোষণা দিলো ইডিএল
ইংলিশ ডিফেন্স লীগ ইডিএল আগামী ৭ সেপ্টেমবর আবারও টাওয়ার হ্যামলেটস অভিমুখে মার্চ করার ঘোষণা দিয়েছে। তবে তাদের এই মার্চ প্রতিরোধ করতে বর্ণবাদ বিরোধী সংগঠনের নেতৃবৃন্দও ঐক্যবদ্ধ হচ্চেছন। নেতৃবৃন্দ ইডিএলকে যেকোনো ভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়ে বলেছেন, টাওয়ার হ্যামলেটসের রাস্তায় বর্ণবাদীদের কোনো স্থান হবে না। এ উপলক্ষে গত ১২ আগষ্ট সোমবার বিকেলে বর্ণবাদবিরোধী সংগঠন ইউনাইট ইস্টএন্ড এর উদ্যোগে লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার হলে বিভিন্ন বর্ণবাদ বিরোধী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস মেয়রের পক্ষে কাউন্সিলার আলিবর চৌধুরী, ইউনাইট ইস্ট এন্ড-এর চেয়ারম্যান গ্লে রবিন, ইউনাইট এগেইনষ্ট ফ্যাসিজম নেতা ওয়েম্যান বেনেট, টাওয়ার হ্যামলেটস ইন্টারফেইথ ফোরামের চেয়ার ফাদার এলান গ্রীন, টাওয়ার হ্যামলেটস ইউনিসনের ব্রাঞ্চ ম্যানেজার জন ম্যাকগালিন, কমিউনিটি নেতা আবজল মিয়া, ইসলামিক ফোরাম ইউরোপের পক্ষে আব্দুল্লাহ ফলিক, ইষ্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের পক্ষে সালমান ফারসী প্রমুখ। সভায় আগামী ৭ সেপ্টেমবর ইডিএল এর প্রস্তবিত মার্চ প্রতিরোধে ৮/১০ হাজার মানুষের অংশগ্রহনে বিশাল র্যালী ও আলতাব আলী পার্কে কমিউনিটি সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। তাছাড়া, টাওয়ার হ্যামলেটসে মার্চ নিষিদ্ধ করার দাবীতে বৃটিশ হোম সেক্রেটারী বরাবরে নির্বাহী মেয়রের লেখা চিঠিতে উপস্থিত সকলের স্বাক্ষর গ্রহন করা হয়। চিঠিটি মেয়র অফিস থেকে হোম সেক্রেটারীর কাছে পাঠানো হবে।