মুবারকের কারাদণ্ড বাতিল করল মিশরের আদালত

Mubarakমিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারককে দুর্নীতির দায়ে এর আগে দেয়া কারাদণ্ড নাকচ করে দিয়েছে দেশটির একটি আদালত। এ বিষয়ে পুনর্বিচারেরও নির্দেশ দেয়া হয়েছে। মুবরাকের বিরুদ্ধে এই একটি মাত্র মামলাই এখন বাকি রয়েছে।
প্রেসিডেন্ট প্রাসাদ রক্ষণাবেক্ষণের খাত থেকে এক কোটি ৪০ লাখ ডলার সমপরিমাণ তহবিল তছরুপের অভিযোগে মে মাসে মিশরের একটি নিম্ন আদালত মুবারককে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল। একই সঙ্গে মুবারকের দুই ছেলে আলা ও গামালেরও চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।
অবশ্য বিরুদ্ধে এ মামলা পুনরায় শুরুর নির্দেশ দেয়া হলেও মুবরাককে মুক্তি দেয়া যাবে কিনা সে বিষয়ে আজ আদালত কিছু বলে নি। কিন্তু তার আইনজীবী ফরিদ-আল-দিব বলেছেন, তার মক্কেল এরই মধ্যে তিন বছর জেল খেটেছে তাই তিনি মুক্তি পাবেন।
এদিকে, ২০১১ সালে গণ আন্দোলন দমনে মুবারক হত্যার আশ্রয় নিয়েছিলেন বলে যে মামলা করা হয়েছিল মিশরের অন্য একটি আদালত নভেম্বর মাসে তা নাকচ করে দিয়েছে। এই গণআন্দোলনের মধ্য দিয়েই মুবারকের তিন দশকের স্বৈরশাসনের ইতি ঘটেছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button