ফ্রান্সে মুসলমানদের ওপর সহিংসতা বাড়ছে

Franceগত বুধবার প্যারিসে বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদো ও একটি বিপণিবিতানে সন্দেহভাজনদের হামলায় ১৭জন নিহতের পর ফ্রান্সে মুসলমানদের ওপর ক্রমাগত হামলা চালানো হচ্ছে। গত এক সপ্তাহে দেশটির মুসলমান সম্প্রদায়ের ওপর ৫৪টি হামলা হয়েছে। রাশিয়ার সরকারি অর্থায়নে পরিচালিত টেলিভিশন চ্যানেল আরটি এ তথ্য জানিয়েছে।
সেন্ট্রাল কাউন্সিল অব মুসলমিস ইন ফ্রান্সের মুখপাত্র আবদুল্লাহ জেকরি জানান, মুসলামানদের বিরুদ্ধে গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে ২১ দফা গুলি চালানো হয়েছে, একটি ইসলামি ভবন লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়েছে এবং ৩৩ দফা মারাত্মক হুমকি দেয়া হয়েছে।
এ হিসেব ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে জানিয়ে জেকরি বলেন, রাজধানী প্যারিস ও তার আশেপাশের এলাকায় যে সব হামলা হয়েছে তা এর মধ্যে ধরা হয় নি।
তিনি বলেন, এর আগে এতো বেশি হামলা কখনও হয়নি। অল্প সময়ের মধ্যে এ জাতীয় হামলার ঘটনাকে অস্বাভাবিক রকমের বেশি বলে অভিহিত করেন তিনি। একই সঙ্গে  ফ্রান্সের ইসলামি কেন্দ্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিরাপত্তা বাহিনীর নজরদারি জোরদারেরও আহ্বান জানান  আবদুল্লাহ জেকির।
ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস সোমবার বিএফএম টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, শুধু সিনাগগ (ইহুদীদের প্রার্থনালয়), ইহুদী স্কুলই নয় মসজিদেও নিরাপত্তা দেয়া প্রয়োজন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button