হিজাব পরেও রক্ষা হলো না সাধারণ মানুষের চোখ থেকে
এ সময়কার জনপ্রিয় তরুণী অভিনেত্রী মেহজাবীন, ভাবনা, হাসিন রওশান, তাসিন। এরা একসঙ্গে দল বেঁধে গিয়েছিলেন বাণিজ্য মেলায়। ভক্ত আর সাধারণ মানুষের চোখ থেকে আড়াল হতে এরা প্রত্যেকে হিজাব পরে গিয়েছিলেন বাণিজ্য মেলায়।
কিন্তু তাতেও রক্ষা হলো না এই তরুণী অভিনেত্রীদের। ভক্ত আর সাধারণ মানুষ ঠিকই চিনে ফেলল তাদের। তারপর যা হবার তাই হলো। একসঙ্গে ছবি তোলা, অটোগ্রাফ সবই করতে হলো। অভিনেত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রিয় উপস্থাপিকা ফারহানা নিশােও।
ভাবনা বলেন, ‘আমরা মূলত বোরকা পরেই প্রথমে যেতে চেয়েছিলাম। পরে প্লানিং হলো হিজাব পরার। কিন্তু তাতেও লাভ হলো না। তবে আমরা বেশ মজা করেছি মেলায়।’