ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে হোয়াটস অ্যাপ
হোয়াটস অ্যাপ ও স্ন্যাপচ্যাটের মত অনলাইন ম্যাসেজিং সার্ভিস ব্রিটেনে নিষিদ্ধ হতে চলেছে। সন্ত্রাসীদের যোগাযোগের নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে এমন চ্যাটিং অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ফ্রান্সে সন্ত্রাসী হামলার পর বিশ্বজুড়ে সতর্কতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নজরদারি করতে এমন ব্যবস্থা নেয়া হতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী ক্যামেরন জানিয়েছেন, রাষ্ট্রের আড়ালে সন্ত্রাসীদের যোগাযোগের নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহার হতে পারে এমন কোন মাধ্যম চলতে দেয়া হবে না। প্যারিস হামলার পর ব্রিটেন এমন আইন প্রণয়নের কথা চিন্তা করছে যেন আপাত গোপনীয়তা বজায় রেখে যোগাযোগ করা যায় সেখানেও যেন নজরদারি করা যায়।
হোয়াটস অ্যাপ, অ্যাপলের আই চ্যাট, স্ন্যাপ চ্যাটের মত অনলাইন চ্যাটিং ক্লায়েন্টগুলো ডেটা এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে। যার ফলে কোন ধরণের তথ্য আদান প্রদান করা হচ্ছে তা নজরদারি করা যায়না।