শার্লি এবদোতে আবার মহানবী (সা:) এর ব্যাঙ্গচিত্র

Sharlieফরাসী ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদো তাদের নতুন সংখ্যা প্রকাশ করেছে, যার প্রচ্ছদে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র রয়েছে। বুধবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ম্যাগাজিনের প্রচ্ছদে দেখানো হয়েছে, কান্নারত মহানবী ‘জে সুইস শার্লি’ (আমিই শার্লি) নামের একটি সাইনবোর্ড হাতে ধরে আছেন। আর এই কার্টুনের ওপর লেখা রয়েছে সব ক্ষমা করা হলো।
শার্লি এবদো বলছে, তাদের ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যার মলাটটি অমায়িক, মজার এবং ম্যাগাজিনটির নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
নতুন এই সংখ্যাটি ৩০ লাখ কপি ছাপানো হয়েছে। ম্যাগাজিনের অফিসে হামলার এক সপ্তাহ পরে এই সংখ্যা ছাপা হলো। ঐ হামলায় ম্যাগাজিনটি আট সাংবাদিক ও চারজন ফ্রান্সের নাগরিক নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, এর আগে মহানবীর ব্যঙ্গচিত্র ছাপানোর কারণে এই হামলা করা হয়েছে।
শার্লি এবদোর নতুন সংখ্যার প্রচ্ছদ নিয়ে বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে যেমন এর নিন্দা জানাচ্ছেন, আবার অনেকে পত্রিকাটির পওে রয়েছেন।
বিভিন্ন দেশের মুসলিম নেতারা সতর্ক করে দিয়ে বলছেন, এর ফলে আরো হামলার ঝুঁকি তৈরি হবে।
এদিকে শার্লি এবদোর কর্মকর্তারা বলছেন, পত্রিকার নীতির সামঞ্জস্য রেখেই তারা এই মলাটটি তৈরি করেছেন এবং এর অর্থ সাংবাদিকরা হামলাকারী জঙ্গিদের মা করে দিয়েছেন।
পত্রিকাটির প্রচ্ছদ নিয়ে প্রতিক্রিয়াও গভীরভাবে বিভক্ত।
মুসলিমদের সবচেয়ে বিখ্যাত শিক্ষাঙ্গন আল-আজহার বলছে, এই ছবিটি মানুষের মধ্যে আরো বেশি ঘৃণা ছড়াবে।
ব্রিটেনের সংস্কৃতিমন্ত্রী এড বেইজি বলেছেন, গত সপ্তাহের হামলার সঠিক জবাব হিসেবে শার্লি এবদো স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে।
তবে মিশরের ইসলামিক কর্তৃপক্ষ, দার আল ইফতা এই মলাটকে ‘অহেতুক প্ররোচনা’ বলে আখ্যায়িত করছে।
ব্রিটেন মুসলিম এসোসিয়েশনের প্রধান ওমার আল হামদুন বলেছেন, অপরাধের জবাবে অপরাধ করা বাকস্বাধীনতা প্রকাশ করে না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button