আর ব্রিটেনের ভিসা পাবেন না সালমান খান
বিপন্ন প্রজাতীর হরিণ শিকার মামলায় রায়ে বলিউড সুপারস্টার সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল ভারতের একটি আদালত। এর পর রাজস্থান হাইকোর্ট দণ্ডাদেশের ওপর স্থগিতাদেশ দিয়ে রেখেছিল এতদিন। বুধবার রাজস্থান হাইকোর্টের সেই স্থগিতাদেশ বাতিল করে দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। আদালত তার রায়ে বলেছে, ‘ব্রিটেনের ভিসা পেতে সমস্যা হতে পারে এমন তুচ্ছ কারণে দণ্ডাদেশ স্থগিত থাকতে পারে না। সালমান খান যদি মনে করেন এতে তার ‘অপুরণীয় ক্ষতি’ হচ্ছে, তাহলে উচ্চ আদালতে এ ব্যাপারে তিনি আবার মামলা করতে পারেন।’
এর ফলে যুক্তরাজ্যের ভিসা পাওয়ার যোগ্য থাকছেন না সালমান খান। দেশটির ইমিগ্রেশন আইন অনুযায়ী কোন ব্যক্তি চার বছর বা তার বেশি সময়ের জন্য দণ্ডপ্রাপ্ত হলে ব্রিটিশ ভিসা পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হন।
১৯৯৮ সালে রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালে অভিযোগ ওঠে সালমান খান বিরল প্রজাতীর কয়েকটি হরিণ শিকার করেছেন। এই অভিযোগে ওপর ভিত্তি করে দুইটি মামলা করা হয় সালমান খানের বিরুদ্ধে।
মামলার একটিতে সালমানকে পাঁচ বছর ও এক বছরের কারাদণ্ড দেয় আদালত।
এই রায়ের বিরুদ্ধে ২০০৭ সালে আপিল করেন সালমান। সেই আপিলের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে দণ্ডাদেশের ওপর স্থগিতাদেশ দেন রাজস্থান হাইকোর্ট। পরে হাইকোর্টের এ স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে রাজস্থান সরকার। আজ মঙ্গলবার আপিলের রায়ে সুপ্রিম কোর্ট সালমানের শাস্তির ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করেন।