মুম্বাইয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন চালু হচ্ছে
কলকাতার পর এবার ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে বাংলাদেশের আরেকটি ডেপুটি হাইকমিশন চালু হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেথা হাসিনার ভারত সফরের সময় এ ব্যাপারে মতৈক্য হয়েছিল। কুটনৈতিক সুত্রে জানা গেছে, আগামী মাসেই এই ডেপুটি হাইকমিশন কাজ শুরু করবে। এজন্য ডেপুটি হাইকমিশনার হিসেবে সামিনা নাজের নামে ভারত সরকার প্রযোজনীয় অনুমতিও দিয়েছে। জানা গেছে, মুম্বাইয়ে নিযুক্ত ডেপুটি হাইকমিশনারের আওতায় থাকবে মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিল নাডু, কর্ণাটক, কেরালা, গোয়াসহ পন্ডিচেরি, দমন ও দিউয়ের মত কেন্দ্রশাসিত অঞ্চলও। ভারতে বর্তমানে নয়াদিল্লিতে হাইকমিশন, কলকাতায় ডেপুটি হাইকমিশন এবং আাগরতলায় একটি ভিসা অফিস রয়েছে।