চলমান সহিংসতায় ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

EUচলমান সহিংসতা এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলায় ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
বুধবার উদ্বেগের কথা জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘ইইউ দেশগুলোর রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা দেশে চলমান সহিংসতা ও বিপর্যস্ত পরিস্থিতিতে দুঃখপ্রকাশ করেছেন। কেননা এই পরিস্থিতির ফলে অনেক মৃত্যু, শত শত মানুষ আহত হওয়া এবং সম্পদ ধ্বংস হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে, গত ১৩ জানুয়ারি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান ও ১৪ জানুয়ারি রংপুরে একটি বাসে যাত্রীদের ওপর ভয়াবহ হামলার ঘটনা।’
বিবৃতিতে আরও উল্লে করা হয় যে, ‘মিশন প্রধানগণ গণতান্ত্রিক স্পেস সঙ্কুচিত হয়ে যাওয়ায় শঙ্কিত। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পদক্ষেপ কোনও ভাবেই সভা-সমাবেশ, আন্দোলন এবং বাক স্বাধীনতার অধিকারের বিনিময়ে হওয়া উচিত নয়।’
এতে বলা হয়, ‘গণতন্ত্র শক্তিশালী করাকে এগিয়ে নিয়ে যেতে সহিংসতা থেকে বিরত থেকে এবং সকল অংশীদারদের মধ্যে সত্যিকার সংলাপ শুরু করার জন্যে তারা ফের আহ্বান জানান।’
এর আগে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে ঢাকায় অবস্থানরত ইইউ দেশগুলোর রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের ডেকেছিলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকাল দু’টায় শুরু হওয়া এই বৈঠকে মন্ত্রীর বক্তব্যের পর ইইউ কূটনীতিকদের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিতে তাদের উদ্বেগের কথা জানানো হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button