সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম বন্ধ
হঠাৎ বন্ধ হয়ে গেছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট-ভিসা সংক্রান্ত যাবতীয় সেবা কার্যক্রম। আর এতে বিপাকে পড়েছেন সৌদি আরবের বিভিন্ন শহর থেকে সেবা নিতে আসা হাজার হাজার প্রবাসী বাংলাদেশি।
যদিও দূতাবাস সূত্রে বলা হয়, ‘যান্ত্রিক ক্রুটির কারণে সাময়িকভাবে ডিজিটাল পাসপোর্ট সেবা বন্ধ’।
তবে অনুসন্ধানে জানা যায়, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রিয়াদের বলদিয়া (নগর পৌর কর্তৃপক্ষ) বন্ধ করে দিয়েছে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম।
নাম প্রকাশে অনিচ্ছুক দূতাবাসের একজন কর্মকর্তা সৌদি বলদিয়া কর্তৃক বাংলাদেশ দূতাবাসের সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করলেও অন্য কয়েকজন কর্মকর্তা যান্ত্রিক ক্রটির কারণে পাসপোর্ট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকার কথা জানান।
তবে যান্ত্রিক ত্রুটির কারণে ডিজিটাল পাসপোর্ট সেবা বন্ধ হতে পারে কিন্তু এনালগ পাসপোর্ট রিনিউ করানোর কাজও কেন বন্ধ এমন প্রশ্নের কোন সদুত্তর তারা দিতে পারেননি।