শেখ হাসিনার পদত্যাগ দাবিতে লন্ডনে দুই বাংলাদেশির অনশন
লন্ডনের ওয়েস্ট মিনিস্টারের পার্লমেন্টের সামনে চলমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে অনশন শুরু করেছে দুই বাংলাদেশী যুবক। শুক্রবার থেকে তারা অনশন শুরু করেন। শেখ হাসিনা বিদায় না নেয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন অনশনরত যুবক আমিনুল ইসলাম ও তার সহকর্মী।
অনশনরত আমিনুলের গ্রামের বাড়ি সিলেটে। অন্য যুবকের নাম জাহিদ হোসেন গাজী। তার গ্রামের বাড়ি খুলনায়।
তারা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে ব্রিটেনে এসেছেন। বাংলাদেশে অসংখ্য রাজনৈতকি কর্মী হত্যা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার প্রতিবাদে এবং শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবিতে দুই যুবক আমরণ অনশনে বসেছেন।
ওই স্পটে আগামী সোমবার পর্যন্ত তারা অনশনের অনুমতি পেয়েছেন ব্রিটিশ পুলিশের কাছ থেকে।
অামিনুল জানান, ইতোমধ্যে সময় বৃদ্ধির লক্ষ্যে পুলিশের কাছে আবেদন করা হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। বাংলাদেশের ১৬ কোটি মানুষকে ফ্যাসিবাদী শাসন মুক্ত করতে তাদের আমরণ এ অনশন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিত করতে তারা জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত।