১২ মিনিটেই পাক-ভারত ম্যাচের টিকেট শেষ
চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা আকর্ষণ। আলাদা উত্তেজনা। আলাদা উন্মাদনা। তা সে যে ম্যাচেই হোক না কেন। বিশ্বের যে প্রান্তেই হোক না কেন। আর সেখানে বিশ্বকাপের মতো আসর হলে তো কথাই নেই। আসন্ন ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে গ্রুপ পর্বেই দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। অ্যাডিলেডে অনুষ্ঠিত ১৫ ফেব্রুয়ারির সেই ম্যাচের টিকিট বিক্রি শেষ হয়েছে মাত্র ১২ মিনিটে!
মাঠ ও মাঠেরই বাইরে মিলিয়ে এই ম্যাচটি দেখবে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক!
১০০ কোটির বেশি মানুষ নাকি চোখ রাখবে এই ম্যাচে। এর আগের রেকর্ডটিও এ দুই দলের, মোহালিতে ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে।
দুই দলের ম্যাচ উত্তেজনার বারুদে ঠাসা থাকে। ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে দল দুটি। এর মধ্যে পাঁচবারই জিতেছে ভারত।