পেন্টাগনের টুইটার ইউটিউব হ্যাকের হোতা ব্রিটিশ নাগরিক
পেন্টাগনের টুইটার ও ইউটিউব অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হ্যাকিং গোষ্ঠী ‘সাইবারখিলাফত’-এর প্রতিষ্ঠাতা একজন ব্রিটিশ নাগরিক। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সরকারি সূত্রগুলো ও বেসরকারি খাতের নিরাপত্তা বিশেষজ্ঞরা এমন ধারণা প্রকাশ করেছেন।
সোমবার মধ্যপ্রাচ্যে পেন্টাগনের সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় কমান্ডের টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক করে সাইবার খিলাফতের সাইবার সন্ত্রাসীরা। সাইবার খিলাফতের প্রতিষ্ঠাতা নেতা ২০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক জুনায়েদ হুসেইন বলে জোরালোভাবে মনে করছে উল্লিখিত সূত্রগুলো।
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ব্যক্তিগত অ্যাড্রেস বুক হ্যাক করার দায়ে একবার জেল খেটেছিলেন জুনায়েদ।
তবে পেন্টাগনের সাইবার হামলায় জুনায়েদ ব্যক্তিগতভাবে অংশ নিয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি বিশেষজ্ঞরা। এ বিষয়ে মন্তব্যের জন্য জুনায়েদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি ।
ইমেইল অ্যাকাউন্টের সূত্র ধরে ব্লেয়ারের ব্যক্তিগত অ্যাড্রেস বুক থেকে তথ্য চুরির দায়ে ২০১২ সালে ছয় মাসের কারাবাসের শাস্তি পেয়েছিলেন তিনি। অনলাইনে ব্লেয়ারের ব্যক্তিগত তথ্য বিস্তারিতভাবে তুলে দেয়া ও সন্ত্রাসবিরোধী হটলাইনে ভুয়া কল দেয়ার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বার্মিংহামে বসবাসকারী জুনায়েদ বিগত দুই বছরের কোনো একসময় সিরিয়ায় চলে যান বলে ব্রিটিশ গণমাধ্যমগুলোর খবরে জানা যায়।
সিরিয়া থেকে পেন্টাগনে সাইবার হামলা চালানো হয়েছে কি না তা নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় তদন্তকারীরা।