অবরোধ নিয়ে অর্থমন্ত্রীর অসহায়ত্ব
বিএনপির টানা অবরোধ নিয়ে কার্যত অসহায় অভিব্যক্তি প্রকাশ করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সরকার ভেবেছিল দ্রুতই পরিস্থিতি সামাল দেয়া যাবে। কিন্তু বিএনপি অবরোধ প্রত্যাহার না করায় তার প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতে। এমনটাই জানালেন মুহিত।
তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ারি ম্যায়াডন অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুহিত।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে নারকীয় পরিস্থিতি চলছে। তবে এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করছি।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত জানুয়ারিতে পরিস্থিতি ঠিক হয়ে গিয়েছিল। এবার ভাবিনি যে এ পরিস্থিতিটা এতো লম্বা হবে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা তাকে জানিয়েছেন, তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন।