নবাব স্যার সলিমুল্লাহর শততম মৃত্যুবার্ষিকী
উপমহাদেশের মুসলিম জাতীয়তাবাদী রাজনৈতিকের মহানায়ক ঢাকার নবাব, মুসলিম লীগ প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহর ১০০তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার ১৬ জানুয়ারি। এ উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ সকাল ৯টায় বেগম বাজারস্থ মরহুমের মাজারে ফাতেহা পাঠ ও জিয়ারত করবেন এবং আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় নয়াপল্টনস্থ মুসলিম লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এ মহান মনীষীর জীবন ও সামাজিক কর্মের ওপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এডভোকেট নুরুল হক মজুমদার।
বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব আলহাজ্ব কাজী আবুল খায়ের দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য বাংলাদেশ মুসলিম লীগের সকল ইউনিটকে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, নবাব স্যার সলিমুল্লাহ ১৯১৫ সালের ১৬ জানুয়ারি ইন্তিকাল করেন। প্রেস বিজ্ঞপ্তি।