অন্যদের ধর্মকে অপমান করতে পারেন না : শার্লি হেবদোকে পোপ
পোপ ফ্রান্সিস মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সমর্থন ব্যক্ত করেও বলেছেন, অন্যদের ধর্মকে অপমান করে তাদেরকে রাগানোও ভুল। আর সেক্ষেত্রে এ ধরনের গালাগালের প্রতিক্রিয়া ‘প্রত্যাশা’ করা যেতেই পারে।
তিনি বৃহস্পতিবার বিমানযোগে শ্রীলঙ্কা থেকে ফিলিপাইন রওনা হওয়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন।
তিনি বলেন আপনি কাউকে রাগাতে পারেন না, অন্যদের ধর্মকে অপমান করতে পারেন না, ধর্মকে তামাশার বস্তুকে পরিণত করতে পারেন না।
গত সপ্তাহে প্যারিসে কার্টুন ম্যাগাজিনর অফিসে বন্দুকধারীদের হামলারও তীব্র সমালোচনা করেছিলেন তিনি। এ প্রসঙ্গে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, ধর্মের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে সম্পর্ক কী?
জবাবে পোপ বলেন, ‘আমি মনে করি ধর্মের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা উভয়টিই মৌলিক মানবাধিকার।’
তিনি বলেন, প্রত্যেকের কেবল স্বাধীনতা বা অধিকার নিয়েই কথা বলা উচিত নয়, তাদের অভিন্ন কল্যাণ সম্পর্কে তার চিন্তাভাবনার বাধ্যবাধকতাও প্রকাশ করা উচিত। অন্যদের আঘাত না করেই আমাদের এই স্বাধীনতা ব্যবহারের অধিকার রয়েছে।
বিষয়টি ব্যাখ্যা করার জন্য তিনি তার এক সহকারীর দিকে তাকিয়ে বলেন, ‘এটা সত্য যে তুমি সহিংসভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবে না। কিন্তু আমরা ভালো বন্ধু হলেও যদি আমার মা সম্পর্কে খারাপ কথা সে বলে, তবে সে একটা ঘুষি আশা করতে পারে।’
তিনি বলেন, আপনি অন্যদের ধর্মকে খেলনা বানাতে পারেন না। এসব লোক রেগে যায় এবং তারপর (কিছু ঘটে যেতে পারে)। কথা বলার স্বাধীনতার একটা সীমা আছে।