অবরোধের দশম দিনে ২২ গাড়িতে আগুন
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ এবং বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালে রাজধানী ঢাকাসহ সারাদেশে অন্তত ২২টি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ঢাকায় আগুন দেয়া হয়েছে চারটি গাড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনিতে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।
এর আগে রাজধানীর খিলগাঁও এলাকায় একটি ট্রাক ও একটি প্রাইভেটকারে আগুন দেয় অবরোধ ও হরতাল সমর্থকরা।
ভোরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুরের কালিয়াকৈরে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের হেলপার নিহত হয়েছেন।
সিরাজগঞ্জে বুধবার দিবাগত গভীর রাতে মহাসড়কে দুটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। জেলার সলঙ্গা থানার পাঁচলিয়া বাজারের কাছে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কে এ ঘটনা ঘটে।
একটি ট্রাক রংপুর থেকে মুরগির খাবার নিয়ে ঢাকা আসছিল। অন্যটি সিরাজগঞ্জের তাড়াশের মহিষলুটি থেকে মাছ নিয়ে ঢাকার পথে ছিল।
বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনবাড়ীতে টমোটো বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক অগ্নিদগ্ধ হয়েছেন।
সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে ভোলায় দুটি অটোরিকশা ও একটি মাহেন্দ্রতে আগুন দিয়েছে পিকেটাররা। এছাড়া বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়। শহরের যোগীরঘোল ও ইলিশা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জয়পুরহাটে দুটি ট্রাক ও একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা। বুধবার দিবাগত গভীররাতে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের শুকতাহার মোড় এলাকায় গাড়ি তিনটিতে আগুন দেয়া হয়।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভুয়াইবাজার এলাকায় কুলাউড়া থেকে ছেড়ে আসা একটি পণ্যবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা। সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। জুড়ী থানার ওসি হামিদুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোরের আহমেদপুরে সিমেন্ট বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা। ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
দুপুর ৩টার দিকে ফেনীর ফুলগাজীতে একটি সিমেন্টবাহী ট্রাকে আগুন এবং সাতটি গাড়ি ভাঙচুর করেছে হরতাল ও অবরোধ সমর্থরা। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ট্রাকে আগুন দেয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাত পৌনে ১০ টার দিকে অবরোধে চট্টগ্রামের ফৌজদারহাটে দুটি ট্রাকে আগুন দিয়েছে অজ্ঞত ব্যক্তিরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
রাত পৌনে ১০টার দিকে সীতাকুন্ডের সলিমপুর ও ফকিরহাট এলাকায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে এলোপাথাড়ি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় আগুন দেয়া হয় দুটি ট্রাক এবং একটি কাভার্ড ভ্যানে।