চ্যাপেল টাওয়ার থেকে জুমার আজান প্রচারের পরিকল্পনা বাতিল
খ্রিস্টান গ্রুপগুলোর চাপের মুখে যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত চ্যাপেল টাওয়ার থেকে জুমার আজান প্রচারের পরিকল্পনা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার এ খবর জানায়। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ডারহামে এই প্রাইভেট গবেষণা বিশ্ববিদ্যালয়টি অবস্থিত।
চ্যাপেল টাওয়ার থেকে আজান প্রচার না হলেও এখন থেকে জুমার নামাজ চ্যাপেলের বাইরে একটি হলে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এই স্থানটি আন্তঃধর্মীয় কর্মসূচি পালিত হয়।
বিশ্ববিদ্যালয়টির ১৫ হাজার ছাত্রের মধ্যে ৭০০-এর বেশি মুসলমান। বার্তা সংস্থা এপি জানিয়েছে, চ্যাপেলটি খ্রিস্টান চার্চ হিসেবে পরিচিত হলেও এখানে হিন্দু অর্চনা এবং বৌদ্ধ ধ্যানও হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির পাবলি এফেয়ার্স অ্যান্ড গভার্নমেন্ট রিলেশন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল স্কোয়েনফেল্ড জুমার আজান বেল টাওয়ার থেকে প্রচার না করা প্রশ্নে বলেন, ডিউক এখনো সব ধর্মের প্রতি অন্তর্ভুক্তিমূলক, সহিষ্ণু। তবে এখন স্পষ্ট যে যে উদ্দেশ্যে আজান প্রচারের উদ্যোগ নেয়া হয়েছিল, তা কাক্সিক্ষত সাফল্য বয়ে আনবে না। জুমার আজান প্রচার করার পরিকল্পনার বিরুদ্ধে যারা ক্ষোভ প্রকাশ করেছিলেন তাদের মধ্যে ছিলেন রেভারেন্ড বিলি গ্রাহামের ছেলে ফ্রাঙ্কলিন গ্রাহাম। তিনি দাবি করেন, মুসলমানরা যেহেতু খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতায় মেতেছে, তাই তাদের আজান প্রচার করতে দেয়া যায় না।
বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতারা ছিলেন খ্রিস্টান প্রচারক। তবে ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়টি মুসলিম ছাত্রদের নামাজে সুবিধার জন্য একজন পূর্ণকালীন ইমাম নিয়োগ দেয়।