যুক্তরাষ্ট্র সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন
প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইসলামিক স্টেট আইএসবিরোধী যৌথ লড়াই, সন্ত্রাসবাদবিরোধী লড়াই এবং সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে ঐক্যমতে পৌছাতেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর এ সফর।
বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যামেরন দেশটির রাজধানী ওয়াশিংটন পৌঁছান। গতকাল হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে প্রাইভেট ডিনার সারেন ক্যামেরন।
আজ শুক্রবার ক্যামেরন ও ওবামার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তারা একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন।
এদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট বৃহস্পতিবার সাংবাদিকদেরকে বলেন, ‘যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সম্পর্ক আছে এবং ক্যামেরনকে হোয়াইট হাউসে স্বাগত জানাতে মুখিয়ে আছেন বারাক ওবামা।’