যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীর সংখ্যা বাড়ছে ব্যাপকহারে
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীর সংখ্যা ব্যাপকহারে বেড়েছে। ২০০০ সালের পর থেকে দেশটিতে ১০ লক্ষাধিক মুসলিম অভিবাসীর আগমন ঘটেছে।
সেন্সাস ব্যুরোর সংগৃহীত তথ্য উপাত্তের উপর ভিত্তি করে সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজ জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের মুসলিম অভিবাসীরা মূলত ইরাক, ইরান, বাংলাদেশ, পাকিস্তানের মতো মুসলিম প্রধান দেশগুলো থেকে আসছে। প্রতিষ্ঠানটির এক হিসেব মতে, দেশটিতে মুসলিম অভিবাসীর সংখ্যা ২০০০ সালের ১৭ লক্ষ থেকে ২০১৩ সালে ২৭ লক্ষে উন্নীত হয়েছে।
পিউ রিসার্চ সেন্টারের এক হিসেব মতে, প্রতিবছর প্রায় ১ লক্ষ মুসলিম অভিবাসী যুক্তরাষ্ট্রে আসেন, যা গত দশকের তুলনায় প্রায় দ্বিগুণ। মুসলিম অভিবাসীর এই সংখ্যা দেশটিতে মোট অভিবাসনের প্রায় ১০ শতাংশ।