ব্রিটেনের সাধারণ নির্বাচন : জরিপ নিয়ে বিতর্ক তুঙ্গে
আগামী মে মাসের ব্রিটেনের সাধারণ নির্বাচনের প্রাক্কালে টেলিভিশন বিতর্ক নিয়ে লেবার দল ও ক্ষমতাসীন সরকারি দলের মধ্যে বিতর্ক এখন তুঙ্গে। আর এই বিতর্ক এখন মিডিয়া অঙ্গন ছাড়িয়ে পার্লামেন্ট অধিবেশনেও ঝড় তুলেছে। গত বুধবার এ নিয়ে অধিবেশন হয়ে উঠে উত্তপ্ত। ডেভিড ক্যামেরন চান টেলিভিশন বিতর্কে গ্রিন পার্টিও অংশগ্রহণ করুক।
আর মিলিব্যান্ড চান, তিন নেতার মধ্যে বিতর্ক যেভাবে চলছে সেভাবেই চলবে এবং এতে ডেভিড ক্যামেরনও যেন অংশগ্রহণ করবেন। কিন্তু ডেভিড ক্যামেরন গ্রিন পার্টিকে টেলিভিশন বিতর্কে অংশ নেয়ার সুযোগ না দিয়ে আবার নিজের উপস্থিতির ব্যাপারেও নিশ্চিত করেননি। আর এ নিয়েই মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে। ডেভিড ক্যামেরন নিশ্চিত না করলে তার চেয়ার খালি রেখেই নির্ধারিত সময়ে নিক ক্লেগ ও মিলিব্যান্ডকে নিয়ে বিতর্কের আয়োজন করবে কর্তৃপক্ষ।
এ অবস্থায় পার্লামেন্ট অধিবেশনে ডেভিড ক্যামেরন মিলিব্যান্ডকে টিভি বিতর্কে চিকেন এর সঙ্গে তুলনা করে অধিবেশন বিতর্ক আরো উসকে দেন। জবাবে মিলিব্যান্ড বলেন, ক্যামেরন প্রকাশ্যে বিতর্কে ভয় পেয়ে গ্রিন পার্টির অজুহাতে বিতর্ক অংশ থেকে এড়িয়ে যাচ্ছেন। তিনি বলেন, ক্যামেরন পরাজয়ের ভয়ে টিভি বিতর্কে আসতে চাচ্ছেন না।
ব্রডকাস্টাররা চাচ্ছেন প্রথম ডিবেটে ক্যামেরন ও মিলিব্যান্ড, দ্বিতীয় ডিবেটে নিক ক্লেগসহ এবং তৃতীয় ডিবেটে নাইজেল ফারাজকে সংযুক্ত করে টিভি ডিবেট করতে। শেষ পর্যন্ত ক্যামেরন যদি বিতর্ক থেকে সরে যান, তাহলে মিলিব্যান্ড, ক্লেগ ও ফারাজকে নিয়ে ব্রডকাস্টাররা টিভি বিতর্ক চালিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর বলে জানা গেছে।
জরিপ নিয়ে বিতর্ক তুঙ্গে-
এদিকে মে মাসের সাধারণ নির্বাচন নিয়ে জনমত জরিপগুলোতে ভিন্ন ভিন্ন ফলাফল পাওয়ায় বিতর্কে পড়েছে এসব জরিপ। কেননা ব্রিটেনের জনমত জরিপ যেভাবে হয়ে থাকে, তাতে সাধারণত : ফলাফলও সেরকম হওয়ার রেওয়াজ রয়েছে। জনমত জরিপের খুব একটা হেরফের ফলাফলে দেখা যায় না। ইউগভ জরিপ অনেকটাই বাস্তবের কাছাকাছি হয়ে থাকে। অথচ সাম্প্রতিক তিনটি জরিপে তিন রকম ফলাফল দেখা যাচ্ছে। লর্ড আসক্রফট, পপুলাস, ইউগভ- এই তিনটি জাতীয় জরিপ ফলাফল নিচে দেয়া হলো- ইৎরঃধরহ ঊষবপঃং @নৎরঃধরহবষবপঃং ঋড়ষষড়ি ঘধঃরড়হধষ চড়ষষ (খড়ৎফ অংযপৎড়ভঃ) ০৯ -১১ ঔধহ: ঈঙঘ-৩৪% (+৪) খঅই – ২৮% (-৩) টকওচ – ১৬% (-৩) এজঘ – ৮% (+৩) খউঊগ – ৮% (-) ৩:৫৮ চগ – ১২ ঔধহ ২০১৫ ইৎরঃধরহ ঊষবপঃং @নৎরঃধরহবষবপঃং ঋড়ষষড়ি ঘধঃরড়হধষ চড়ষষ (চড়ঢ়ঁষঁং) ০৯ – ১১ ঔধহ: খঅই – ৩৭% (+৩) ঈঙঘ – ৩২% (-১) টকওচ – ১৩% (-১) খউঊগ – ১০% (+২) এজঘ – ৪% (-২) ১:৪৫ চগ – ১২ ঔধহ ২০১৫ ইৎরঃধরহ ঊষবপঃং @নৎরঃধরহবষবপঃং ঋড়ষষড়ি ঘধঃরড়হধষ চড়ষষ (ণড়ঁএড়া): ১১ – ১২ ঔধহ: খঅই – ৩৩% (+১) ঈঙঘ – ৩২% () টকওচ – ১৭% (-১) এজঘ – ৬% (-) খউঊগ – ৬% (-১) ১০:৩৭ চগ – ১২ ঔধহ ২০১৫ ১০০০ লোকের ওপর জরিপ চালিয়ে এই ফলাফল তারা পেয়েছেন। লর্ড আসক্রফটের জরিপে কনজারভেটিভ লেবারের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে অথচ পপুলাসের জরিপে লেবার পাঁচ পয়েন্টে এগিয়ে। আর ইউগভ রেজাল্ট দুদলের মধ্যে ব্যবধান মাত্র ১ পয়েন্ট। উল্লেখ্য, ব্রিটেনের সাধারণ নির্বাচন আগামী ৭ মে অনুষ্ঠিত হবে।