বাংলাদেশকে বাাঁচাতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ

Demostration Ukবাংলাদেশ রাষ্ট্রকে বাাঁচাতে বিশ্ব নেতৃত্বের সহায়তা চেয়েছেন যুক্তরাজ্যে অবস্থানরত জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতারা। বৃহস্পতিবার রাতে বৃটিশ পার্লামেন্টের সামনে (১০ ডাউনিং স্ট্রীট) শতাধিক নেতাকর্মীর এক বিক্ষোভ শেষে স্মারকলিপিতে এ সহায়তা চান তারা।
বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের সাবেক নেতারা বলেন, এক ব্যক্তির ক্ষমতার লোভে আজ বাংলাদেশে গণতন্ত্র নেই। প্রশ্ন উঠেছে বাংলাদেশ কী ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছে? অবৈধভাবে ক্ষমতা দখলকারী শেখ হাসিনা গণতন্ত্রের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গত দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ করে রেখেছেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার-প্রকাশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পুরো দেশ যখন গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্নিস্ফুলিঙ্গ, তখন অবৈধ প্রধানমন্ত্রী হাসি-তামাশায় ব্যস্ত। সরকারি বাহিনী দিয়ে তিনি রাজপথের কর্মীদের হত্যা করে চলেছে। এ পরিস্থিতিতে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ নিশ্চিত করতে ছাত্রদলের সাবেক নেতারা আন্তর্জাতিক বিশ্বের সহায়তা কামনা করেন।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক। সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন ছাত্রদলের সাবেক নেতা আতিকুর রহমান পাপ্পু, কামাল উদ্দিন ও খসরুজ্জামান খসরু।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সিটিজেন মুভমেন্ট ইউকের আহ্বায়ক এম এ মালেক, তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নসরুল্লাহ খান জুনায়েদ, সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও বুয়েটের সাবেক ভিপি ব্যারিস্টার তারিক বিন আজিজ, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, শাহ আক্তার হোসেন টুটুল, আখতার হোসেন, তাজুল ইসলাম, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুজ্জামান তপন, সাবেক ছাত্রনেতা প্রফেসর ফরিদ উদ্দিন, এমদাদ হোসেন টিপু, নাসিম আহমেদ চৌধুরী, মুরাদ আহমেদ, তাজুল ইসলাম, জাবেদ ইকবাল, মাহফুজ শিপলু, শামসুর রহমান মাতাব, নুরুল ইসলাম, ড. সাইফুল আলম চৌধুরী, এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, তাজ উদ্দিন, ড. মুজিবুর রহমান, আশরাফ গাজী, এডভোকেট খলিলুর রহমান, এনামুল হক লিটন, নাসির আহমেদ শাহীন, আমিনুর রহমান আকরাম, রিয়াজ আহমেদ, এমাদুর রহমান এমাদ, জিল্লুর রহমান, রওশন, এম এ সালাম, নাজমুল হোসেন চৌধুরী, জসিম উদ্দিন সেলিম, আবুল হোসেন, আব্দুল হক রাজ, আব্দুল বাছিত বাদশা, মঞ্জুর আশরাফ খান, ব্যারিষ্টার তমিজ উদ্দিন, সলিসিটর বিপ্লব পোদ্দার, ব্যারিষ্টার হামিদুল হক লিটন আফিন্দি, ব্যারিষ্টার আলিমুল হক লিটন, ব্যারিষ্টার আনোয়ার হোসেন, ব্যারিষ্টার মওদুদ আহমেদ খান, এডভোকেট আবুল হাসনাত, ব্যারিষ্টার এম আশারাফুল আলম চৌধুরী, এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, এডভোকেট তানজির আল ওহাব, সলিসিটর নাসির খান অপু, সলিসিটর ইকরামুল হক, মাওলানা শামীম, টিপু আহমেদ, বাবর চৌধুরী, ইমন আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম রিবলু, সালেহ গজনবী, তপু শেখ, সুজাত আহমেদ প্রমুখ।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল আলম, শহিদুল ইসলাম স্বপন, আরমানুল আরোফিন, মোঃ সুলেমান খান, মীর জুবায়ের আহমেদ, সেলিম আহমেদ, মিছবাহুল ইসলাম বাবু, হাসনাত কবির খান রিপন, মোঃ আলিম আল রাজি, মাহমুদ হোসেন সুজন, জুয়েল রহমান, আতাউর রহমান, জুনেদ আহমেদ চৌধুরী, সিদ্দিকুর রহমান সোহাগ, জিয়াউর রহমান, আকমল হোসেন, জাহাঙ্গীর আলম শিমু, সৈয়দ মুহিবুল ইসলাম রিপন, রাজু আহমেদ খান, আসাদুজ্জামান মুকুল, শাহাব উদ্দিন মজুমদার সাবু, সাইফুল ইসলাম মেরাজ, ইমতিয়াজ এনাম তানিম, মাসুদুর রহমান, হুমায়ুন কবির হিমু, নওমি,  আবু নাসের শেখ, শেখ নাসের, হেলাল উদ্দিন, মীর মাসুদ শেজান,জুল আফরোজ মজুমদার, রনি আহমেদ, খান পাবেল, আমিনুল হাসান, মাহবুবুর রহমান, সুহেল রানা, সুহেল সরকার, শফিউল আলম প্রমূখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button