ওয়ার্ক পারমিটের নামে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশে অবৈধ অভিবাসীদের ওয়ার্ক পারমিট দেয়ার কথা বলা হলেও একটি চক্র ‘গ্রিনকার্ড’ পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মার্কিন কংগ্রেসের নি¤œক প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় সদস্য গ্রেস মেং শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, তাদের মাধ্যমে আবেদন করলে খুব দ্রুত গ্রিনকার্ড (স্থায়ীভাবে বসবাসের সনদ) পাওয়া যাবে বলে প্রতারক চক্রটি প্রচার করলেও ওবামার নির্বাহী আদেশে এ ধরনের কোনো সুযোগ রাখা হয়নি।
প্রেসিডেন্টের আদেশের ভুল ব্যাখ্যা দিয়ে অর্থ হাতিয়ে নিতে সঙ্ঘবদ্ধ একটি চক্র মাঠে নেমেছে এবং তারা অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। ‘প্রতারক চক্রে কিছু অসাধু অ্যাটর্নি, অভিবাসন কসালট্যান্টও রয়েছেন। এরা অবৈধ অভিবাসীদের দুর্বলতার সুযোগ নিয়ে মোটা অর্থ হাতিয়ে নেয়ার ফাঁদ পেতেছে।’ গ্রিনকার্ড হচ্ছে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সনদ যাকে ‘পারমানেন্ট রেসিডেন্সি কার্ড’ বলা হয়।
যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাসরত সোয়া কোটি অবৈধ অভিবাসীর মধ্যে প্রায় ৫০ লাখকে বৈধতা দিতে গত ২০ নভেম্বর প্রেসিডেন্ট ওবামা একটি নির্বাহী আদেশ জারি করেন। এই আদেশের মাধ্যমে ২০১০ সালের জানুয়ারির আগে যুক্তরাষ্ট্রে আগত অভিবাসীদের মধ্যে যাদের স্বামী বা স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক বা গ্রিনকার্ডধারী তারাই কেবল তিন বছরের জন্য ওয়ার্ক পারমিট পাবেন। এজন্য আগামী মে মাসের পর আবেদন গ্রহণ করা হবে। ওয়ার্ক পারমিটধারীরা কর্তৃপরে অনুমতি নিয়ে নিজ দেশে যাতায়াতও করতে পারবেন। তবে ওবামার ওই আদেশ অনুযায়ী ওয়ার্ক পারমিট নবায়ন কিংবা এর আওতায় অবৈধ অভিবাসীদের গ্রিনকার্ড দেয়ার কোনো কথা বলা হয়নি। প্রেসিডেন্টের আরেকটি নির্বাহী আদেশ অনুযায়ী ২০১০ সালের ১ জানুয়ারির আগে অভিভাবকের সাথে যুক্তরাষ্ট্রে আসার পর অবৈধ হওয়ারাও এই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন।