ট্রানস্লেশন অ্যাওয়ার্ড বিভিন্ন জাতির মধ্যে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করবে

Awardধর্ম ও সংস্কৃতির মধ্যকার বিভাজন দূর করে জনগণকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ঐতিহাসিক সহযোগিতার জন্য পবিত্র মসজিদ দ্বয়ের খাদেম সৌদি বাদশাহ আব্দুল্লাহর প্রশংসা করেছেন কিং আব্দুল্লাহ ইন্টারন্যাশনাাল অ্যাওয়ার্ড ফর ট্রানস্লেশন  কেএআইএটি) বার্ষিক পুরস্কার প্রাপ্তরা।
গত বৃহস্পতিবার রাতে জেনেভায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বাইরে তারা এ মন্তব্য করেন। অনুষ্ঠানে কেএআইএটি’র চেয়ারম্যান ও সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন আব্দুল্লাহও উপস্থিত ছিলেন। পুরস্কার বিজয়ীরা সৌদি বাদশাহ আব্দুল্লাহর আশু রোগ মুক্তি কামনা করেন এবং তার জন্য দোয়া করেন এবং বলেন, এ ধরনের প্রকল্প আরব, মুসলিম বিশ্ব এবং পশ্চিমা দেশগুলোর লোকদের মধ্যে একতা ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে ভিনদেশী ভাষা থেকে আরবীতে অনুবাদ ক্যাটাগরিতে পুরস্কার পান মুস্তফা কাশিম। তার অনুবাদের বিষয় ছিল ট্রাজিক পলিসিস অব দি সুপার পাওয়ারস। তিনি কিং অ্যাওয়ার্ডসকে নোবেল পুরস্কারের সাথে তুলনা করেন এবং বলেন, এটা বিরোধী গ্রুপগুলোর সাথে আলোচনা ও জ্ঞানের উন্নয়নের ক্ষেত্রে উৎসাহ হিসেবে কাজ করবে। পুরস্কার বিজয়ী পিটার পোরম্যান বলেন, এ পুরস্কার বিশ্বব্যাপী ইসলামিক দর্শনকে ছড়িয়ে দিতে নিঃসন্দেহে সাহায্য করবে। বিশেষ করে ইংরেজি ভাষাভাষী লোকদের মধ্যে। পিটার পোরম্যান হচ্ছেন যুক্তরাজ্যের জন রিল্যান্ড ইনস্টিটিউট ফর রিসার্চ-এর ডিরেক্টর এবং ম্যানচেস্টার ইউনিভার্সিটির গ্রীক ও অ্যারাবিক স্টাডিজের অধ্যাপক।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button