মিসরীয় অভিনেত্রী ফাতেন হামামা আর নেই
মিসরীয় অভিনেত্রী ফাতেন হামামা মারা গেছেন। শনিবার ৮৩ বছর বয়সে মারা যান তিনি। তার ছেলে তারেক শরীফ এএফপিকে একথা জানিয়েছেন।
ফাতেন হামামা ছিলেন আরব ছায়াছবির আইকন ও অভিনেতা ওমর শরীফের সাবেক স্ত্রী। ১০ বছরেরও কম বয়সে রুপালী পর্দায় প্রথম হামামার অভিষেক হয়। তিনি প্রায় ১০০ চলচ্চিত্রে অভিনয় করেন। হামামা ইউসেফ শাহিনসহ মিসরীয় চলচ্চিত্র শিল্পের দিকপালদের সাথে কাজ করেন।
তিনি প্রায়ই ওমর শরীফের সাথে অভিনয় করতেন। খ্রিস্টান পরিবারে জন্ম নেয়া ওমর শরীফ হামামাকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন। শরীফ হামামাকে তার জীবনের একমাত্র ভালোবাসা হিসেবে অভিহিত করেন। মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা জানায়, ‘আরব রূপালী পর্দার নায়িকা’ আকস্মিক অসুস্থ হয়ে মারা গেছেন।
মিনা আরো জানায়, এক সপ্তাহ আগে অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তিনি বাড়ি ফিরে যান।
১৯৪০ ও ১৯৫০’র দশকে মিসরীয় সিনেমার স্বর্ণযুগে প্রখ্যাত শিল্পী ফাতেন হামামার বৃহস্পতি তুঙ্গে ছিল।
তিনি জনপ্রিয় আরব গায়ক আব্দেল হালিম হাফেজের সাথে জুটি বেঁধে বেশ কয়েকটি রোমান্টিক সিনেমায় অভিনয় করেন। এর পাশাপাশি তিনি নারী অধিকারের পক্ষে ও সামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধে বেশ কয়েকটি ছায়াছবিতে অভিনয় করেন।