৯০ ভাগ দেশ ব্রিটিশ হামলার শিকার
একসময় বলা হলো, ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। সাম্রাজ্যটি এত বিশাল যে, তাদের কোনো না কোনো দেশে দিবাভাগ থাকেই। ব্রিটিশ সাম্রাজ্যের মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে, বিশ্বের এক চতুর্থাংশই তাদের দখলে ছিল।
এক পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমানের প্রায় ২০০ দেশের মধ্যে ৯০ ভাগ দেশ ব্রিটিশ হামলার শিকার হয়েছিল। মাত্র ২২টি দেশ কখনো ব্রিটিশদের হাতে আক্রান্ত হয়নি। সম্প্রতি প্রকাশিত একটি গ্রন্থে এ তথ্য দেয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব দেশের অনেকগুলোও আক্রান্ত হয়েছিল। কিন্তু এখন হাতে সুস্পষ্ট তথ্য না থাকায় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এই ২২টি দেশের মধ্যে গুয়েতেমালা, তাজিকিস্তান, মার্শাল আইল্যান্ডের মতো একটু প্রত্যন্ত দেশ রয়েছে। আর ব্রিটেনের কাছাকাছি থাকা লুক্সেমবার্গও আক্রান্ত হয়নি।
যেসব দেশ ব্রিটিশ হামলার শিকার হয়নি
অ্যান্ডোরা, বেলারাস, বলিভিয়া, বুরুন্ডি, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, শাদ, কঙ্গো প্রজাতন্ত্র, গুয়েতেমালা, আইভরি কোস্ট, কিরজিগস্তান, লিচটেনস্টেন, লুক্সেমবার্গ, মালি, মার্শাল আইল্যান্ড, মোনাকো, মঙ্গোলিয়া, প্যারাগুয়ে, সাও টোম অ্যান্ড প্রিন্সিপাল, সুইযেন, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভ্যাটিকান সিটি।