ফেনী বারের নির্বাচনে বিএনপি ও জামায়াতপন্থীদের নিরঙ্কুশ জয়

ফেনী জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ একটি সহ-সভাপতি ও দুটি সদস্যপদ পেয়েছেন।
গতকাল শনিবার আদালত ভবন সংলগ্ন জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৬৫ আইনজীবীর মধ্যে ২৪০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে মেজবাহ উদ্দিন খান ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ফরিদ আহম্মদ হাজারী পেয়েছেন ১১৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মো: ফরিদ উদ্দিন খান নয়ন ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ওয়ালী আহমদ অলি পেয়েছেন ১১০ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে আবদুর রউফ শাহাজাহান ও মনিন্দ্র কুমার দাস ১১৯ ভোট করে পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী এবিএম আশ্রাফুল হক ভূঞা পেয়েছেন ৯৮ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জয়ী মোহাম্মদ সালাহ উদ্দিন মানিক পেয়েছেন ১১৮ ভোট। প্রতিদ্বন্দ্বী সৈয়দ আবুল হোসেন ১১৪ ভোট পেয়েছেন।
সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক পদে সর্বাধিক ১৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন মোহাম্মদ জিয়া উদ্দিন দুলাল। প্রতিদ্বন্দ্বী সাব্বির উদ্দিন পেয়েছেন ৮৯ ভোট। অডিটর পদে মিজানুর রহমান সেলিম ১৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মো জাহাঙ্গীর আলম নান্টু পেয়েছেন ৯৫ ভোট। কোষাধ্যক্ষ পদে এমদাদ হোসাইন ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধী মোহাম্মদ কামরুল ইসলাম রাসেল পেয়েছেন ১শ ১১ ভোট। লাইব্রেরী সম্পাদক পদে জয়ী মুহাম্মদ ওয়ালি উল্যাহ মিস্টার পেয়েছেন ১২২ ভোট। প্রতিদ্বন্দ্বী দিলওয়ারা পাটোয়ারী পেয়েছেন ১১৭ ভোট।
এছাড়া সদস্য পদে মোহাম্মদ মীর মোশাররফ হোসেন মানিক (১৩৫), মোহাম্মদ তাজুল ইসলাম ভূঞা (১২৮), বোরহান উদ্দিন চৌধুরী (১২৫), মোহাম্মদ নুরুল আলম (১২৪), মোহাম্মদ মনির উদ্দিন মিনু (১২৪) ও মোহাম্মদ হানিফ মজুমদার (১২৩) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন এএসএম আনোয়ারুল করিম ফারুক ও সাহাবউদ্দিন আহমদ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button