সিরিয়ায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ছয় সদস্য নিহত
সিরিয়ার সীমান্তবর্তী গোলান উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর ছয় সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সামরিক নেতা, বর্তমান কমান্ডার ও কমপক্ষে একজন ইরানি নাগরিক রয়েছেন।
হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আল-মানার টিভি জানিয়েছে কুনেত্রা প্রদেশে মাঠ পর্যায়ের একটি অভিযানের সময় তারা নিহত হন।
এদিকে ইসরায়েল এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, ইসরায়েলি হেলিকপ্টার থেকে তাদের ওপর হামলা চালানো হয়।
সিরিয়ায় ফের বিমান হামলা চালালে ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়া হবে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর এমন ঘোষণার পর এ হামলা চালানো হলো।
নাসরুল্লাহ জানিয়েছিলেন, ইসরায়েলকে মোকাবেলার মতো তার বাহিনীর যথেষ্ঠ অস্ত্র মজুদ আছে। এসব অস্ত্রের মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও আছে যা ইসরায়েলের যেকোনো অংশে আঘাত হানতে সক্ষম।