এক ভাগ ধনীর হাতে বিশ্বের অর্ধেক সম্পদ : অক্সফাম
সবচেয়ে ধনী এক ভাগ মানুষের অর্জিত সম্পদ ২০১৬ সালের মধ্যে অবশিষ্ট ৯৯ ভাগ মানুষের সর্বমোট সম্পদকেও ছাড়িয়ে যাবে।
সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠেয় বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যাক্তিদের বার্ষিক সভার পূর্বে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান অক্সফাম চ্যারিটি সোমবার এই তথ্য জানিয়েছে।
অক্সফামের নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা এক বিবৃতিতে বলেন, বিশ্বব্যাপী বৈষম্যের মাত্রা আসলেই খুব আশ্চর্যজনক এবং সবচেয়ে ধনী ও অবশিষ্টদের মধ্যকার সম্পদের পার্তক্য অতি দ্রুত বাড়ছে।
অক্সফাম চ্যারিটি এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বব্যাপী সবচেয়ে ধনী এক ভাগ মানুষের সম্পদের অংশ ২০০৯ সালে ৪৪ ভাগ থেকে বেড়ে ২০১৪ সালে ৪৮ ভাগ হয়েছে।আর এটা ২০১৬ সালের মধ্যে ৫০ ভাগের বেশি হবে।
অক্সফাম জানায়, সবচেয়ে ধনী এই দলের প্রত্যেক সদস্যের সম্পদের পরিমাণ প্রায় ২১ কোটি ৬০ লাখ টাকা (২৭ লাখ ডলার)।
বাকী ৫২ শতাংশ সম্পদের মধ্যে ৪৬ শতাংশই পরবর্তী শ্রেণির ৫ শতাংশ ধনীর কব্জায়। ৮০ শতাংশ লোকের হাতে আছে মাত্র ৫.৫ শতাংশ সম্পদ। গড়ে তারা মাত্র ৩ লাখ টাকার (৩,৮৫১ ডলার) মালিক।