কুকুরের নিবাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন লন্ডনের ‘ব্যাটারসি ডগস হোম’ পরিদর্শনে যান গত মঙ্গলবার। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কুকুরের দল বেজায় খুশি। হোমের ৯টি বিশেষ কুকুর ডেভিড ক্যামেরনকে গার্ড অব অনার দেয়। প্রধানমন্ত্রীও নতুন বন্ধুদের পেয়ে অনেক উৎসাহী ছিলেন। ফলে কয়েক মিনিটের মধ্যেই কুকুরের সাথে সখ্য গড়ে ওঠে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। ‘ব্যাটারসি ডগস হোম’-এর আমন্ত্রণে সেখানে কুকুর-বিড়াল পরিদর্শনে যান ডেভিড ক্যামেরন। ‘ব্যাটারসি ডগস হোম’-এ এক হাজার স্বেচ্ছাসেবক কর্মী রয়েছে, যারা কুকুর-বিড়াল লালন পালনে অর্থায়ন করে থাকেন। ১৫২ বছর ধরে কুকুর- বিড়ালের সেবায় নিয়োজিত আছে এই প্রতিষ্ঠানটি। গাড়ি থেকে নামার পরপরই ডেভিড দেখতে পান, ৯টি কুকুর তাকে স্বাগত জানানোর জন্য অপো করছে। কাছে যাওয়া মাত্রই প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে কুকুরগুলো।