বিশ্বে ক্রমেই বাড়ছে উপমহাদেশীয় খাবারের জনপ্রিয়তা
বিশ্বে ক্রমেই বাড়ছে উপমহাদেশীয় খাবারের জনপ্রিয়তা। তারই নজির পাওয়া গেল অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নারস ডিকশনারির নবম সংস্করণে। নতুন এই সংস্করণে আমাদের দেশি খাবার কিমা ও পাঁপড় জায়গা করে নিয়েছে।
সোমবার বিশ্বে সর্বাধিক জনপ্রিয় এই অভিধাটির নতুন সংস্করণ ভারতের বাজারে ছাড়া হয়েছে। আর এতেই উপমহাদেশে প্রচলিত ২৪০ টির মত শব্দকে আত্তীকরণ করা হয়েছে অক্সফোর্ড প্রকাশিত অভিধানটিতে।
অভিধানটির নতুন সংস্করণ প্রকাশকালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের পক্ষ থেকে প্যাট্রিক হোয়াইট বলেছেন, ‘ইংরেজি একটি বৈশ্বিক ভাষা। সারা বিশ্ব দ্বারা এই ভাষা প্রভাবিত। আর সারা বিশ্বে উপমহাদেশীয় খাবারের জনপ্রিয়তার কারণেই শব্দগুলোকে আত্তীকৃত করা হয়েছে।’
এর আগেও সারা বিশ্বে জনপ্রিয় শব্দগুলো অক্সফোর্ড অভিধানে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু নবম সংস্করণে নতুন শব্দ অন্তর্ভুক্তির সংখ্যা সবচেয়ে বেশি। সূত্র: এনডিটিভি