পিত্জায় বকশিশ এক লাখ বাষট্টি হাজার টাকা
সারাদিন কাজ করেও অনেক রেস্টুরেন্ট কর্মচারীর সামান্য আয় করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের মিশিগানে এক কর্মচারী একটি পিত্জা সরবরাহ করেই বকশিশ পেয়েছেন দুই হাজার চুরাশি ডলার যা বাংলাদেশি মুদ্রায় লাখ ৬২ হাজার টাকা।
মিশিগানের অ্যান আরবারের পিত্জা হাউজে একটি রিয়েল স্টেট গ্রুপ আগে থেকেই পিত্জার অর্ডার দিয়ে রেখেছিল। কেলার উইলিয়াম রিয়েলটি নামের ওই গ্রুপের আঞ্চলিক সম্মেলন ছিল গত বৃহস্পতিবার। পিত্জা হাউজের ভাগ্যবান কর্মচারী রব জানিয়েছে, তিনি কেবল একটি পিত্জা দিতে গিয়েছিলেন তাদের কাছে। ফিরে আসার সময় তারা আমাকে এতগুলো টাকা দিল। সত্যিই আমার কাছে বিস্ময় লাগছে। কেবল বকশিশই নয়, রবকে ভিসা গিফট কার্ড, লটারির টিকেট এবং অনুপ্রেরণাদায়ক চিঠিও দেয়া হয়েছে। অন্য কর্মচারী ম্যাকভে জানিয়েছেন, সেবাখাতের ওই লোকদের কেবল সেবা করতে চেয়েছিলাম, এর বাইরে অন্য কিছু নয়। পিত্জা হাউজের ম্যানেজার ব্রায়ান লি ফেবরি জানিয়েছেন, ওই কর্মচারী খুবই খুশি এবং সে বলছে, এমন দিন হয়তো জীবনে আর কমই আসবে।