মার্চের মধ্যে রানাপ্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণ পরিশোধ করবে প্রাইমার্ক
অহিদুজ্জামান: সাভারে রানাপ্লাজা ধসে ক্ষতিগ্রস্থ শ্রমিকদের সাহায্যে দীর্ঘমেয়াদী ক্ষতিপূরণ বাবদ ১০ মিলিয়ন মার্কিন ডলার আগামী মার্চ মাসের মধ্যে পরিশোধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ থেকে পোশাক আমদানিকারক আর্ন্তজাতিক প্রতিষ্ঠান প্রাইমার্ক।
পশ্চিম লন্ডনের একটি রেস্তরায় সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের কর্মকর্তারা একথা জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৩ সালে রানাপ্লাজা ধসে প্রাইমার্কের সাপ্লাইয়ার নিউ ওয়েভ বোটমসের নিহত শ্রমিকদের পরিবার এবং আহত শ্রমিকদের পূনর্বাসনে চলতি বছরের মার্চের মধ্যে ১০ মিলিয়ন মার্কিন ডলার দীর্ঘমেয়াদী ক্ষতিপূরণ হিসেবে প্রাইমার্কের পক্ষ থেকে পরিশোধ করা হবে। পূর্বের হিসেব অনুযায়ী এটা ছিল ৯ মিলিয়ন। কিন্তু আর্ন্তজাতিক শ্রমিক সংস্থার মাধ্যমে পরিচালিত অনুসন্ধানে আরো কিছু ক্ষতিগ্রস্থ শ্রমিকের খোঁজ পাওয়ায় ১ মিলিয়ন ডলার বাড়ানো হয়েছে। এছাড়াও অন্যান্য ক্ষতিগ্রস্থদের জন্য ‘রানা প্লাজা ডোনার্স ট্রাস্ট ফান্ড’ -এ প্রাইমার্ক আরো ১ মিলিয়ন ডলার ইতোমধ্যে দান করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রানাপ্লাজা ট্রাজেডি ভিকটিমদের জন্য সর্বমোট ১৪ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে প্রাইমার্ক প্রতিজ্ঞাবব্ধ। এরমধ্যে খাদ্য ও তাৎক্ষণিক সহায়তা বাবদ রয়েছে ২ মিলিয়ন ডলার।
দুর্ঘটনার পরপরই প্রাইমার্কের অ্যাথিক্যাল ট্রেড ডাইরেক্টর ক্যাথেরিন স্টুয়ার্ট বাংলাদেশে গিয়ে ভিকটিমদের জরুরি সহায়তা নিশ্চিত করেছেন উল্লেখ করে বলা হয়, ‘আমরা রানাপ্লাজার পাশেই একটি হেল্পডেস্ক খুলে নিহত-আহত শ্রমিকদের তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের পরিবারগুলোকে জরুরি সহায়তা নিশ্চিত করেছি।’
আরো বলা হয়, এসময়ে স্থানীয় বেসরকারি সংস্থার মাধ্যমে ৫ সপ্তাহ ধরে ১ হজার ২৬৫টি পরিবারকে প্যাকেটজাত খাদ্য সরবরাহ করা হয়। এতে চার সদস্যের একটি পরিবারের জন্য প্রতিটি প্যাকেটে এক সপ্তাহের খাবার ছিল। এছাড়া ৩ হজার ৬৩৯ জন শ্রমিকের ৯ মাসের বেতনের সমপরিমাণ অর্থ ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
রানাপ্লাজায় ভিকটিমদের কল্যাণে এখনো প্রাইমার্ক কাজ করছে উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ক্ষতিগ্রস্থদের সার্বিক দেখাশোনা ও তাদের সন্তানদের ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার ব্যবস্থা সহ অক্ষম বয়ষ্কদের চলতি বছরের শেষ নাগাদ দেখভাল করা হবে।
আরো বলা হয়, গতবছর বাংলাদেশ থেকে প্রাইমার্ক ১৮৪ মিলিয়ন পিস বিভিন্ন প্রকার পোশাক আমদানি করেছে। চলতি বছরে তা বেড়ে হবে ২০০ মিলিয়ন পিস। বাংলাদেশ থেকে এই কোম্পানির মোট চাহিদার মাত্র ১৪ শতাংশ আমদানি করে ।
উল্লেখ করা হয় বাংলাদেশে প্রাইমার্কের ৯ টি অ্যাথিক্যাল ট্রেডিং টিম কাজ করছে। বিশ্বব্যাপি রয়েছে ৫০টি। এসব টিমের কাজ হচ্ছে কারখানার মান মনিটর সহ বিভিন্ন ইস্যু চিহ্নিত করণ এবং প্রশিক্ষণ প্রদান ইত্যাদি।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের কর্মকর্তা পল লিস্টার, ক্যাথেরিন স্টুয়ার্ট, ফেলিক হাওয়ার্ড- অ্যালেন ও ইসমাইল মোহাম্মাদ উপস্থিত ছিলেন।