প্রথম রোজার ইফতার এতিম শিশুদের সঙ্গে করলেন আহমাদিনেজাদ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ প্রথম রমজানের ইফতার করেছেন এতিম শিশুদের সঙ্গে। বুধবার সন্ধ্যায় তেহরানের সালমান ফারসি মসজিদে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে কয়েকটি এতিমখানার শত শত শিশু অংশগ্রহণ করে। এ সময় প্রেসিডেন্ট আহমাদিনেজাদ তার দেশের পাশাপাশি বিশ্বের সব মুসলিম দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।
তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিশুদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, সৃষ্টিজগতের সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে; কাজেই যা কিছু চাওয়ার তা একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে, কোনো মানুষের কাছে নয়।
ইরানের প্রেসিডেন্ট বলেন, প্রতিটি মানুষকে আল্লাহ অসীম শক্তি ও ক্ষমতা দান করেছেন। এ শক্তিকে ব্যবহার করে মানুষ নিজেকে বিশ্বের সবচেয়ে সেরা ও সচ্চরিত্রবান ব্যক্তিতে পরিণত করতে পারে। কিন্তু এজন্য চাই কঠোর পরিশ্রম এবং অশেষ ধৈর্য্য।
এতিম শিশুদের তিনি কষ্টসহিষ্ণু হওয়ার আহ্বান জানান। আহমাদিনেজাদ বলেন, “তোমরা মহান আল্লাহর কাছে যা কিছু চাও তা যেন তিনি সর্বোত্তম রূপে তোমাদের দান করেন সে কামনা করছি।”
উল্লেখ করা যায়, ইরানের সব এতিমখানা সরাসরি সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয়।