পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
পাকিস্তানে গতকাল ১৪ আগস্ট ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশটির ৬৭তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। রাজধানী ইসলামাবাদে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটি শুরু হয় এবং প্রাদেশিক রাজধানীগুলোয় ২১ বার তোপধ্বনি করা হয়। দ্য ট্রিবিউন এক্সপ্রেস। সকালে রাজধানী ইসলামাবাদে জাতিসঙ্ঘের মহাসচিব বান কি মুনের উপস্থিতিতে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানি স্বাধীনতা দিবস উপলে বক্তব্য রাখেন। এ উপলে ওয়াগাহ সীমান্তে ভারতীয় সেনাদের মিষ্টি খাওয়ার অনুরোধও করা হয়েছে বলে জানা গেছে।