ভারত সফরে ওবামার সাথে থাকছে ‘বিস্ট’

Bishtমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে গাড়িতে চলাফেরা করেন, সেটার নাম ‘বিস্ট’। গাড়ি হলেও এটা আসলে চাকায় চালিত একটা দুর্গ। বুলেট বা বোমা কিছুই এর কিছুই করতে পারে না। আবার এতে এমন সব ব্যবস্থা আছে, যার ফলে প্রেসিডেন্ট সবসময় তার অফিসের সাথে কানেকটেড থাকতে পারে। ওবামার ভারত সফরের সময়ও এই বুলেটপ্রুফ গাড়িটি নিয়ে আসা হচ্ছে। প্রজাতন্ত্র দিবসে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবার ওই যানে চড়ার সুযোগ পাচ্ছেন।
১৮ ফুট লম্বা ও আট টন ওজনের ‘বিস্ট’ নামের এই লিমুজিনটি বোমা ও বুলেট প্রতিরোধের পাশাপাশি এতে বন্দুক, টিয়ারগ্যাস কামানের ব্যবস্থাও রয়েছে। এর প্লেটগুলো আট ইঞ্চি চওড়া। মোট ওজন বোয়িং ৭৫৭-এর সমান।
এর টায়ারগুলো কখনো ছিঁড়বে না বা পাংচার হবে না। এতে যে বিশেষ ফোম রয়েছে, তা ফুয়েল ট্যাংকটিকে বিস্ফোরিত হতে বাধা দেবে।
এতে অক্সিজেন ট্যাংক ও দমকল সামগ্রীও রয়েছে। আছে রাতে দেখার সরঞ্জাম। আর এর চালক গোয়েন্দা সংস্থার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা। যেকোনো সময় এটি ১৮০ ডিগ্রি ঘুরে সর্বোচ্চ গতিতে সরে যেতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট যে দেশেই থাকুন না কেন, এই গাড়িতে চড়ে তিনি তার প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারেন। ভাইস প্রেসিডেন্ট ও পেন্টাগনের সাথে সরাসরি যোগাযোগের জন্য একটি স্যাটেলাইট ফোনও আছে এতে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button