যুক্তরাষ্ট্র নতুন অধ্যায় শুরু করেছে : ওবামা

Obamaমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ভয়াবহ মন্দা আর ব্যয়বহুল যুদ্ধের ইতি ঘটিয়ে আমেরিকা এখন নতুন অধ্যায় শুরু করেছে। মঙ্গলবার রাতে স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে  তিনি এ কথা বলেন। বিবিসি ও আলজাজিরা এ খবর জানিয়েছে।
এ নিয়ে ষষ্ঠবার স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ দেন ওবামা। ভাষণে তিনি বলেন, সঙ্কটের ছায়া সরে গিয়ে অর্থনীতি এখন দৃঢ়তার সাথে পুনরুজ্জীবিত হয়েছে।
তিনি তার ভাষণে কর ব্যবস্থার সমস্যাগুলো নিয়ে আরো কাছ থেকে পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন, যাতে শতকরা একভাগ করদাতার সঞ্চিত সম্পদের উপর কর মওকুফ করা সম্ভব হয়।
তিনি আরো বলেন, অর্থনৈতিক ধারাবাহিকতা রক্ষায় এবং স্বাস্থ্য ও অভিবাসন খাতে তার প্রশাসনের অর্জনকে হুমকির মুখে ফেলে, এমন কোনো বিল পাশে তিনি ভেটো দেবেন।
সেই সাথে আমেরিকাকে আরো শক্তিশালী করার জন্য বিরোধী রিপাবলিকানদের একেযোগে কাজ করার আহবান জানান তিনি। কংগ্রেসের দুটি কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে।
ওবামা বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার শিকার হওয়া লোকজনের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। একইসাথে তিনি বিশ্বে জাতিগত বিদ্বেষ মাথাচাড়া দেয়ারও নিন্দা জানান।
তিনি বলেন, ‘আমরা পাকিস্তানের বিদ্যালয় থেকে শুরু করে প্যারিসের রাজপথ পর্যন্ত বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার লক্ষ্যে পরিণত হওয়া লোকজনের পাশে রয়েছি।’
ওবামা বলেন, ইসলামিক স্টেটের বিরুদ্ধে আমেরিকার সামরিক বাহিনীকে কিভাবে ব্যবহার করা যায় সে ব্যাপারে সর্বশেষ পরিস্থিতি তাকে জানাতে মার্কিন আইনপ্রনেতাদের প্রতি তিনি আহবান জানান। একইসাথে তিনি অঙ্গীকার করে বলেন, ‘আমরা সন্ত্রাসবাদ বিরোধী অভিযান এবং তাদের নেটওয়ার্ক ধ্বংস করতে অভিযান অব্যাহত রাখবো।’
তবে তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর জন্য সরাসরি হুমকি এমন সন্ত্রাসী গ্রুপকে দমনে এককভাবে অভিযান চালাতে মার্কিন কর্মকর্তাদের ক্ষমতা রাখার বিষয়ের ওপরও গুরুত্ব দেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button