দ্য সানের পিছুটান

Sunব্রিটেনে সবচেয়ে বেশি যে দৈনিক পত্রিকাটি বিক্রি হয় তার নাম দ্য সান। এই পত্রিকাটি অত্যন্ত বিখ্যাত তার তৃতীয় পৃষ্ঠার জন্য। এই পাতায় প্রত্যেক দিন একজন করে অর্ধনগ্ন নারীর ছবি ছাপা হয়। কিন্তু গত কয়েক বছরে এ ধরনের ছবি না ছাপানোর জন্য পত্রিকাটির ওপর বড় ধরনের চাপ ছিল। বারবার বলার পরও তারা ছবি ছাপানো থেকে সরে আসছিল না। কিন্তু এবার অবশেষে পিছুটান দিল পত্রিকাটি। যে সব নারীদের ছবি ছাপা হতো তারা পরিচিত ‘থার্ড পেইজ গার্ল’ হিসেবে। পত্রিকাটি এই পাতায় এ ধরনের ছবি ছাপানো বন্ধ করে দিয়েছে বলে খবরে বলা হচ্ছে। আজ থেকে ৪৪ বছর আগে পত্রিকাটি এ ধরনের অর্ধ-নগ্ন বা টপলেস নারীরর ছবি ছাপানো শুরু করেছিল। অস্ট্রেলিয়ান ধনকুবেন রূপার্ট মারডক পত্রিকাটি কিনে নেয়ার পর থেকেই এই তৃতীয় পৃষ্ঠার চল শুরু হয়। আন্দোলকারীরা বলে আসছিলেন যে, পত্রিকাটি নারীকে পাঠকদের সামনে যৌনসামগ্রী হিসেবে তুলে ধরছে। এজন্য ২১০২ সালে একটি গ্রুপও গঠিত হয়েছিল যার নাম দেয়া হয় ‘নো মোর পেইজ থ্রি’ অর্থাত্ আর কোনো তৃতীয় পৃষ্ঠা নয়। বহু রাজনীতিকরাও এই আন্দোলনে সমর্থন দিয়ে আসছেন। এই ছবি না ছাপানোর ঘোষণা পত্রিকাটি থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আসেনি কিন্তু জানা যাচ্ছে পত্রিকাটির কাটতি কমে গেলে তারা এই সিদ্ধান্তু পুনর্বিবেচনা করতে পারে। বলা হচ্ছে, গত শুক্রবারের সংখ্যাটিউ হতে পারে সান পত্রিকাটির এধরনের সর্বশেষ সংস্করণ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button