ফরাসী নাগরিকত্ব পেলেন সেই ‘মুসলিম হিরো’
ফ্রান্সে কর্মরত জন্মসূত্রে মালির নাগরিক লাসানা বাথিলিকে (২৪) দেশটির নাগরিকত্ব প্রদান করা হয়েছে। ফরাসী সরকারের পক্ষ থেকে বাথিলিকে মঙ্গলবার নাগরিকত্ব সনদপত্র দেওয়া হয়।
প্যারিসের একটি ইহুদি পণ্য বিক্রয়কারী সুপারমার্কেটে গত ৯ জানুয়ারি চালানো বন্দুকধারীর হামলা থেকে বেশ কয়েকজনকে বাঁচাতে সাহায্য করেন বাথিলি। ওই মার্কেটে কর্মরত বাথিলি শুধু ক্রেতাদের সাহায্যই নয়, ঝুঁকি নিয়ে বের হয়ে পুলিশকে যাবতীয় তথ্যও সরবরাহ করেন। এ ঘটনার পরপরই প্যারিসবাসীর কাছে হিরোতে পরিণত হন তিনি।
এক অনুষ্ঠানের মাধ্যমে বাথিলির হাতে নাগরিকত্ব সনদপত্র তুলে দেন ফরাসী প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস। এ সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনেউভেও উপস্থিত ছিলেন।
বাথিলির হাতে নাগরকিত্ব সনদপত্র ছাড়াও দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের পক্ষ থেকে একটি চিঠি, পাসপোর্ট ও মেডেল প্রদান করা হয়।
সম্মাননা অনুষ্ঠানের সময় বাথিলির সাহসিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় ফরাসী নাগরিকত্ব পেয়ে গর্বিত অনুভব করছেন বলে জানান বাথিলি।
তিনি বলেন, ‘লোকে বলে আমি হিরো। কিন্তু আমি হিরো নই, আমি লাসানা।’
নয় বছর ধরে ফ্রান্সে কর্মরত বাথিলি গত বছর দেশটিতে নাগরিকত্ব লাভের জন্য আবেদন করেন।
দেশটিতে গত ৭ জানুয়ারি শার্লি এবদু পত্রিকা অফিসে ও ৯ জানুয়ারি এক সুপারমার্কেটে ইসলামপন্থীদের হামলার ঘটনায় মোট ১৭ জন নিহত হয়। ঘটনাগুলোর পর থেকে দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।