জার্মানির ইসলাম বিরোধী নেতার পদত্যাগ
জার্মানির ইসলাম বিরোধী সংগঠন ‘প্যাট্রিওটিক ইউরোপিয়ানস অ্যাগেনিস্ট দ্য ইসলামিইজম অব দ্য ওয়েস্ট’ (পিইজিআইডিএ) আন্দোলনের নেতা লুজ বাচম্যান পদত্যাগ করেছেন। অপমানজনক শরণার্থী বিরোধী মন্তব্য এবং একটি ফটোতে তাকে দৃশ্যত হিটলার হিসাবে আবির্ভূত অঙ্গবিন্যাস দেখানোর পর পদত্যাগ করেন তিনি।
বৃহস্পতিবার বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, শরণার্থীদের ‘প্রাণি’ এবং ‘শিকারের বস্তু’ হিসেবে মন্তব্য করায় ক্ষমা চেয়েছেন বাচম্যান। ফেসবুকের মাধ্যমে তিনি সকলের কাছে ক্ষমা চান।
তবে ফটোতে হিটলারের মতো চুলের স্টাইল ও গোঁফ রাখার ব্যাখ্যা দেননি বাচম্যান। ওই ঘটনার পর পিইজিআইডিএ’র হাজার হাজার লোক জার্মানির লিপজিগেসমাবেশ করে।
এদিকে পিইজিআইডিএ বিরোধীদের সাথে সংঘর্ষ এড়াতে জার্মানির পূর্বাঞ্চলে অনেক পুলিশ মোতায়ন করা হয়েছে। ‘আমরা মানুষ’ বলে মিছিল দিচ্ছিল পিইজিআইডএ’র সমর্থকেরা। এ সময় পিইজিআইডএ’র বিরোধীরা তাদের স্লোগান বন্ধের জন্য পাল্টা মিছিল করে।
তবে প্রাথমিক প্রতিবেদনে সেখানে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।