বাংলাদেশ পরিস্থিতিতে ইউরোপিয়ান পার্লামেন্টের উদ্বেগ
বাংলাদেশের চলমান পরিস্থিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপিয়ান পার্লামেন্টের (ইপি) দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিনিধিদল। সত্যিকারের সংলাপ করারও আহ্বান জানানো হয় এতে।
এক বিবৃতিতে ইপির দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে সম্পর্ক রক্ষাকারী প্রতিনিধিদলের প্রধান জ্যাঁ ল্যাম্বার্ট বাংলাদেশের চলমান পরিস্থিতিকে ‘মারাত্মক গোলযোগপূর্ণ’ হিসেবে অভিহিত করেন।
ব্রাসেলস থেকে পাঠানো ওই বিবৃতিতে তিনি বলেন, কোনো ধরনের ব্যতিক্রম ছাড়া সব রাজনৈতিক দলকেই সমাবেশ করা, বক্তৃতা করা এবং চলাচল করাসহ মৌলিক অধিকারগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।
বিবৃতিতে সরকার ও বিরোধী উভয় পক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
বিবৃতিতে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ও বিকাশ যাতে আর বিপন্ন না হয় সেজন্য সত্যিকারের সংলাপের প্রতি আগ্রহ প্রদর্শন করতে হবে।